2. সূরা কুরাইশের আলোচ্য বিষয় কি ?
3. কোন সূরার সাথে সূরা কুরাইশ এর বিষয়বস্তুর মিল রয়েছে ?
4. সূরা কুরাইশ এর অপর নাম কি ?
5. সূরা কুরাইশের বর্ণের সংখ্যা কত ?
6. فَلْيَعْبُدُوا۟ শব্দের অর্থ কি ?
7. কোন আয়াত থেকে সূরা কুরাইশের নামকরণ করা হয়েছে ?
8. امَنَهُم শব্দের অর্থ কি ?
9. কুরাইশদের কয়টি মর্যাদা দান করা হয়েছে ?
10. কোন ঘটনার পর কুরাইশরা ১০ বছর যাবৎ আর অন্য কারোর ইবাদত করেনি ?
11. আল্লাহ তাআলা কুরাইশদের জন্য একটি পৃথক সূরা নাযিল করেছেন। সূরাটির নাম কি ?
12. إِيلَٰفِ শব্দের অর্থ কী ?
13. সূরা কুরাইশের শব্দের সংখ্যা কত ?
15. أَطْعَمَهُم শব্দের অর্থ কি ?
16. لِإِيلَٰفِ قُرَيْشٍ এখানে لِ কিসের সাথে সম্পর্কিত ?
17. সূরা কুরাইশ এর আয়াত সংখ্যা কত ?
18. কুরাইশরা কোন সময় সফরে বের হতো ?
19. কুরাইশগণ শীতকালে কোন দেশে সফর করত ?
21. সূরা কুরাইশের রুকুর সংখ্যা কত ?
22. কুরাইশগণ গ্রীষ্মকালে কোন দেশে সফরে বের হতো ?
23. ৪ নং আয়াতে কয়টি নিয়ামতের কথা উল্লেখ রয়েছে ?
24. কোনো ব্যক্তি শত্রু বা বিপদে আশঙ্কা করলে তার জন্য কোন সূরা পাঠ করা রক্ষাকবজ হবে ?
25. নিচের কোনটি কুরাইশের মর্যাদা নয় ?
26. হস্তী বাহিনীর ঘটনা কোন সূরার সাথে সম্পর্কিত ?
27. রাসূল সাঃ কোন বংশের ছিলেন ?
28. কাদের সন্তানকে কুরাইশ বলা হয় ?
29. কে সর্বপ্রথম কুরাইশদের একত্রিত করেন ?
30. রাসূল সাঃ আগমনের পূর্বে মক্কার কুরাইশরা কাবা শরীফে কয়টি মূর্তির পূজা করত ?
31. لِإِيلَٰفِ قُرَيْشٍ আয়াতের অর্থ কি ?
32. إِلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ আয়াতের অর্থ কি ?
33. فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ আয়াতের অর্থ কি ?
34. ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ আয়াতের অর্থ কি ?
36. সূরা ফীল ও সুরা কুরাইশ এর মধ্যে পৃথক বিসমিল্লাহ বসান কে ?
37. কোন ঘটনার ফলে কুরাইশরা আরো বেশি সম্মান ও শ্রদ্ধার পাত্র হন ?
38. সূরা কুরাইশ কোথায় নাযিল হয় ?
39. আল্লাহ তাআলা কার থেকে রাসূল সাঃ কে পছন্দ করেছেন ?
40. فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ এখানে ٱلْبَيْتِ দ্বারা উদ্দেশ্য কি ?