views : 245

সূরা ইখলাস ও সূরা ফালাক্ব এর কুইজ

/45
0 votes, 0 avg

1. সূরা ফালাক্ব অর্থ কি ?

2. وقبا ক্রিয়ামূল অর্থ কি ?

3. কোন দুটি সূরা মানুষের সেরা মুজেজা সরূপ ?

4. সূরাতাইন মুআওয়াযতাইন কোন সুরা ?

5. النَّفّٰثٰتِ শব্দের অর্থ কি ?

6. কোন ঘটনার প্রেক্ষিতে সূরা ফালাক্ব অবতীর্ণ হয় ?

7. সূরা ফালাক্ব এর অক্ষর সংখ্যা কত ?

8. কোন সুরা দুইটিকে আশ্রয় প্রার্থনার সূরা বলা হয় ?

9. রাসূল সাঃ কিভাবে জানলেন তাকে যাদু করা হয়েছে ?

10. যী আরওয়ান কি ?

11. রাসুল (সাঃ) এর কোন জিনিস দিয়ে তাকে জাদু করা হয়েছে ?

12. আশরাফী অর্থ কি ?

13. লবীত ইবনে আসম কে ?

14. কোন সূরা দুটি পাঠ করলে জাদু মন্ত্র থাকে স্পর্শ করবে না ?

15. সূরাতাইন মুআওয়াযতাইন এর আয়াত সংখ্যা কত ?

16. সূরা ফালাক্ব এর শব্দের সংখ্যা কত ?

17. রাসুল সাঃ এর স্বপ্নযোগে কয়জন ফেরেশতা এসেছিলেন ?

18. রাসূল সাঃ এর যাদুর সুতোয় কয়টি গিট ছিল ?

19. সূরা ফালাক এর শেষ তিন আয়াতে কয়টি অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে ?

20. ঈর্ষা করা কি ?

21. غاسق অর্থ কি ?

22. آعوذ শব্দের অর্থ কি ?

23. সূরা ফালাক্ব এর আয়াত সংখ্যা কত ?

 

24. আল্লাহর পরিচয় বহনকারী সূরা কোনটি ?

 

25. الصَّمَدُ অর্থ কি ?

26. ইখলাস শব্দের অর্থ কি ?

27. কোন জিনিস নেকি ও পুণ্যকে ধ্বংস করে ?

 

28. হিংসা করা কি ?

29. অগ্নি পূজকদের মতে ভালো সৃষ্টিকারী সৃষ্টিকর্তার নাম কি ?

30. তৎকালীন সময়ে সৃষ্টিকর্তা সম্পর্কে অগ্নিপূজকদের বিশ্বাস ছিল-

31. কোন সূরা কোরআনের এক-তৃতীয়াংশ ?

32. তাওহিদ ও নাজাত কোন সূরার বিশেষ নাম ?

33. لَمْ يَلِدْ অর্থ কি ?

34. আল্লাহ কোন পাপ ক্ষমা করেন না ?

35. যীশু কার সন্তান ?

36. খ্রিস্টানরা কাকে আল্লাহর পুত্র ভাববেন ?

37. ইহুদিরা কাকে আল্লাহর পুত্র ভাবতেন ?

38. কে কোনো কিছুর মুখাপেক্ষী নন ?

 

39. মাজারে সেজদা করা কি ?

40. সূরা ইখলাসের শব্দের সংখ্যা কত ?

41. রিয়া অর্থ কি ?

42. শিরক কয় প্রকার ?

43. সবচেয়ে বড় গুনাহ কোনটি ?

44. শয়তান কয়টি জাতিকে কুমন্ত্রণা দেয় ?

45. আত্মগোপন করা কার অভ্যাস ?

Your score is

0%

Scroll to Top