.
১. আপনার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে “Start Quiz” অপশনে চাপ দিয়ে কুইজ শুরু করুন।
২. কোনো ব্যক্তি ভুল মোবাইল নাম্বার দিয়ে কুইজ শুরু করে ১ম, ২য় এবং ৩য় হলে সে পুরস্কার প্রাপ্ত হবে না।
৩. সঠিক উত্তরের উপর মার্ক করুন।
৪. ভুলেও একসাথে ২টি উত্তরের উপর মার্ক করবেন না।
৫. একসাথে ২টি বা ততধিক উত্তরের উপর মার্ক করলে প্রথমটি কার্য়করী হিসেবে গণ্য করা হবে।
৬. সঠিক উত্তর মার্ক করা হলে নিচে “পরবর্তী” বাটনে ক্লিক করুন।
৭. তারাহুরো করবেন না।
৮. সময় শেষ হওয়ার আগেই সাবমিট করুন।
৯. মোট প্রশ্ন ৪০ টি। সময় ৫০ মিনিট , কিন্তু নির্দেশিকা পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট এই মোট ৬০ মিনিট।
১০. কুইজ জমা দেওয়ার সাভাবিক সময় ৬ মিনিট। কেউ যদি এর আগেই ১০০% দিয়ে সাবমিট করে তাহলে তার রেজাল্ট বাতিল বলে গণ্য হবে। কারণ দুর্নীতি ছাড়া ৪০ টা প্রশ্ন ৬ মিনিটের আগে জমা দেওয়া সম্ভব নয়। তাই সেই রেজাল্ট বাতিল বলে গণ্য হবে। তবে সব গুলোর উত্তর না দিলে কম সময়ে জমা দিলেও সমস্যা নেই।
১১. কোনো ব্যক্তি একাধিক বার কুইজে অংশগ্রহন করলে সে পুরষ্কার থেকে বঞ্চিত হবে।
আপনাদের উদ্দেশ্যে কিছু কথা :
কুইজের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক জ্ঞান চর্চা করা। আমাদের গ্রুপে এখন থেকে নিয়মিত ভাবে যে কোনো টপিকের উপর কুইজের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। তাই আপনিসহ আপনার পরিচিত লোকদেরকে গ্রুপে ইনভাইট করুন এবং জ্ঞানচর্চায় অংশ নিন।
মনোযোগ সহকারে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। একাধিক উত্তরে ক্লিক করবেন না।
আপনার প্রথম ক্লিকের সাথে সাথেই উত্তর চলে আসবে আপনি যেটা ক্লিক করেছেন সেটা কি ভুল নাকি সঠিক। তাই আর দ্বিতীয় ক্লিক করার সুযোগ নেই। আপনার প্রথম ক্লিকই গ্রহণযোগ্য।
প্রশ্নর উত্তর সাথে সাথে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের প্রশ্নটা সঠিক উত্তর জানা। কারন আমাদের সঠিক জানাটাই উদ্দেশ্য। তাই ধীরে সুস্থে বুঝে শুনে নিচের কুইজ শুরু করুন।
💜 জাযাকাল্লাহু খায়রান 💜