নাজাসাতে হাকিকি কাকে বলে

,নাজাসাতে গলিজা,নাজাসাতে হুকমি,নাজাসাতে হাকিকি কি,নাজাসাতে খফিফা,নাজাসাতে গলিজা কাকে বলে,

নাজাসাতে হাকিকি কাকে বলে

নাজাসাতে হাকীকী বলতে ঐসব মল বুঝায় যার থেকে মানুষের স্বাভাবিক ঘৃণার উদ্রেক হয়, তার থেকে নিজের শরীর, কাপড়-চোপড় ও অন্যান্য জিনিসপত্র বাঁচিয়ে রাখা এবং শরীয়ত তার থেকে বেঁচে থাকার নির্দেশ দেয় । নাজাসাতে হাকিকি আবার দু’প্রকারের- (১).নাজাসাতে গালিযা। (২).নাজাসাতে খফিফা ৷

নাজাসাতে গালীযা

যার মল হওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকে না তাকে নাজাসাতে গালীযা বলে । মানুষও স্বাভাবিকভাবে তাকে ঘৃণা করে এবং শরীয়তেও তার নাপাক হওয়ার প্রমাণ আছে। যেমন, শুকর এবং তার প্রত্যেকটি বস্তু, মানুষের পেশাব, পায়খানা প্রভৃতি ।

নাজাসাতে খফীফা

ঐসব অনুভূত মলিনতাকে নাজাসাতে খফীফা বলে, যার মলিনতা কিছুটা লঘু এবং শরীয়তের কোনো কোনো দলীল প্রমাণ অনুযায়ী তা পাক হওয়ারও সন্দেহ হয় । এজন্য শরীয়তে তার হুকুমও কিছুটা লঘু । যেমন হারাম পাখীর মল।

নাজাসাতে হুকমী

নাজাসাতে হুকমী হলো- শরীয়তের মাধ্যমে জানা যায় কিন্তু নাপাক হওয়ার এমন অবস্থা যা দেখা যায় না, তাকে নাজাসাতে হুকমী বলে। যেমন- অযু না থাকা, গোসলের প্রয়োজন হওয়া । একে হাদাসও বলে।

আরো পড়ুন :

নেফাসের সর্বোচ্চ সময়সীমা কত দিন

হায়েয নেফাসের হুকুম

নেফাসের মাসয়ালা

নেফাস কাকে বলে

নামাজের সুন্নাত সমূহ

গোসলের ফরজ কয়টি ও কি কি ?

নামাযের ওয়াজিব সমূহ

নামাজের ফরজ মোট 13 টি

রোজার ফরজ কয়টি ও কি কি ?

ওযুর ফরজ কয়টি ও কি কি ?

জানাজার নামাজের বিধান

তায়াম্মুমের নিয়ম

তায়াম্মুমের ফরজ কয়টি

ট্যাগ সমূহ : নাজাসাতে হুকমি,নাজাসাতে খফিফা,নাজাসাতে গলিজা কাকে বলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *