দোয়া কুনুত ছবি

দোয়া কুনুত আরবি
اللّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِيْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ- وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ- اللّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ- وَلَكَ نُصَلِّيْ وَنَسْجُدُ- وَإِلَيْكَ نَسْعٰى وَنَحْفِدُ- نَرْجُو رَحْمَتَكَ وَنَخْشٰى عَذَابَكَ- إِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতাইনুকা ওয়া নাসতাগফিরুকা- ওয়া নু’মিনুবিকা- ওয়া নাতাওয়াক্কালু আলাইকা- ওয়া নুছনি আলাইকাল খাইর-ওয়া নাশকুরুকা- ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাঊ ওয়া নাতরুকু মাইঁইয়াফঝুরুকা- আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু- ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসঝুদু- ওয়া ইলাইকা নাসআ- ওয়া নাহফিদু নারঝু রাহমাতাকা- ওয়ানাখশা আজাবাকা- ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক্ব।
দোয়া কুনুত বাংলা অর্থ
অর্থ: হে আল্লাহ! আমরা আপনার নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করছি। আর আপনার উপর ঈমান আনছি ও আপনার উপরই ভরসা করছি। আপনার শ্রেষ্ঠতম প্রশংসা করছি এবং (চিরকাল) আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবো। কখনো আপনার অকৃতজ্ঞ বা অবাধ্য হবো না। যারা আপনার অবাধ্য হয়, আমরা তাদেরকে বর্জন করে চলবো। হে আল্লাহ! আমরা একমাত্র আপনারই ইবাদত করি ও আপনারই জন্য নামায় পড়ি, আপনারই জন্য সিজদা করি এবং সর্বদা আপনার আনুগত্যেরই প্রচেষ্টা করি এবং আপনার করুণার প্রত্যাশা করি। আর ভয় করি আপনার আযাবের। নিশ্চয়ই আপনার আযাব কাফেরদেরকে গ্রাস করে নিবে। (আবু দাউদ মারাসিল- ১১৮ হা.৮৯, ইবনে আবী শাইবা-১/৩০১ হা. ৬৯৬৫ সহীহ লিগায়রিহী)
আরো পড়ুন :
দোয়ায়ে মাসুরা বাংলা উচ্চারণ ও অর্থ
ট্যাগ সমূহ : দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ, দোয়ায়ে কুনুত বাংলা উচ্চারণ সহ অর্থ, দোয়ায়ে কুনুত এর ফজিলত, দোয়ায়ে কুনুত আরবি, দোয়ায়ে কুনুত এর অর্থ, দোয়ায়ে কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি, দোয়ায়ে কুনুত কোন সূরার অংশ, দোয়ায়ে কুনুত এর বিকল্প,সূরা দোয়া কুনুত,দোয়া কুনুত ছবি,দোয়ায়ে কুনুত ছবি,দোয়ায়ে কুনুত বাংলা,দোয়ায়ে কুনুত বাংলা অর্থসহ,দোয়ায়ে কুনুত বাংলা ছবি, |
Greetings! Very useful advice in this particular article! Its the little changes that will make the biggest changes. Thanks for sharing!
অনেক মূল্যবান একটি দোয়া হলো দোয়া কুনুত।