আলহামদুলিল্লাহ এর ফজিলত ও গুরুত্ব এবং এর ব্যবহার বিস্তারিত

হামদ অর্থ প্রশংসা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য। ভালো কোনো খবর শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাসূচক বাক্য। পবিত্র কোরআনের শুরুই হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে।

রাসূল (সাঃ) আলহামদুলিল্লাহ শব্দের অনেক ফজিলত বর্ণনা করেছেন।

আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি ?

আলহামদুলিল্লাহ একটি আরবি শব্দ। “আলহামদুলিল্লাহ” শব্দের দুটি অংশ রয়েছে। আলহামদুলিল্লাহ একটি প্রশংসা জ্ঞাপক শব্দ। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়।

প্রথম অংশ “আল হামদু” যার অর্থ প্রশংসা। অর্থাৎ সকল ধরনের প্রশংসা। দ্বিতীয় অংশ “লিল্লাহ” অর্থ আল্লাহর জন্য। অর্থাৎ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল ধরনের প্রশংসা শুধু আল্লাহর জন্য।

আলহামদুলিল্লাহ কখন বলব ?

আমরা অনেকেই জানিনা কখন আলহামদুলিল্লাহ বলতে হয়। অনেক সময় “ইনশাআল্লাহ” বলার যায়গায় “আলহামদুলিল্লাহ” বলে ফেলি। আবার কখনো বা সুবহানাল্লাহ এর জায়গায় আলহামদুলিল্লাহ বলে ফেলি। আসলে আমরা শব্দগুলোর অর্থ না জানার কারণে বিপাকে পড়ি। আলহামদুলিল্লাহ কখন বলতে হয় তা নিচে তুলে ধরা হলো।

  • যখন কোন খুশির সংবাদ শোনা হয় তখন আলহামদুলিল্লাহ বলতে হয়।
  • যখন কেউ আপনাকে বলে কেমন আছেন তার জবাবে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়।
  • হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় কেননা হাঁচি আল্লাহর পক্ষ থেকে আসে।
  • কোন বক্তব্য দেওয়ার শুরুতেই আলহামদুলিল্লাহ বলতে হয়।

আলহামদুলিল্লাহ এর ফজিলত।

আলহামদুলিল্লাহ বলার ফজিলত অনেক বেশি। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেয়। যেমন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

১. আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা কে ভারী করে দেয় এবং এটা সর্বোত্তম দোয়া। (তিরমিজি)

২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর উপর সূর্য উদিত হয়েছে সবকিছুর থেকে আমার নিকট অধিক প্রিয়।”(মুসলিম-২৬৯৫)

রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম যখন কষ্টের মধ্যে থাকতেন তখন “আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল” বলতেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লী হাল এর অর্থ- “সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি।”

6 thoughts on “আলহামদুলিল্লাহ এর ফজিলত ও গুরুত্ব এবং এর ব্যবহার বিস্তারিত

  1. Its such as you learn my thoughts! You appear to understand so much about this, such as you wrote the ebook
    in it or something. I feel that you just could do with a few percent to pressure the message house a little bit, but
    instead of that, this is fantastic blog. A fantastic
    read. I’ll definitely be back.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *