আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী

আবদুর রহমান ইবনে আওফ,  আবদুর রহমান ইবনে আউফ,  আব্দুর রহমান ইবনে আউফ,আব্দুর রহমান বিন আউফ,আবদুর রহমান ইবনে আউফ,  abdur rahman ibn awf, abdur rahman ibn awf net worth,  abdur-rahman ibn awf quotes,  abdur rahman ibn awf net worth in dollars,  abdur ibn awf business strategy, hazrat abdur rahman ibn awf, abdur-rahman ibn awf, abdur-rahman ibn awf story,আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী,আবদুর রহমান ইবনে আউফ,আবদুর রহমান ইবনে আউফ রাঃ,আউফ রাঃ এর জীবনী,আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী,

আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী

সাহাবায়ে কেরামদের মধ্যে যে সকল সাহাবী পৃথিবীতে অবস্থান করে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন এবং নিজের জীবনকে ইসলামের জন্য অকাতরে বিলিয়ে দিয়েছেন, তন্মধ্যে আবদুর রহমান ইবনে আওফ (রা) অন্যতম। তাঁর জীবন পরিচিতি নিম্নরূপ-

১. নাম ও পরিচয় :

তাঁর নাম আবদুর রহমান, ইসলাম পূর্ব নাম আবদে আমর বা আবদে কাব, উপনাম আবু মুহাম্মদ। রাসূলুল্লাহ (স) তাঁর নাম পরিবর্তন করে আবদুর রহমান রাখেন। পিতার নাম আওফ, মাতার নাম শিফা বিনতে আওফ। তাঁরা উভয়ই যুহরা গোত্রের লোক ছিলেন।

২. বংশধারা :

আবদুর রহমান ইবনে আওফ ইবনে আবদে আওফ ইবনে আবদ ইবনে হারেস ইবনে যুহরা ইবনে কেলাব ইবনে মুররাহ ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব।

৩. জন্ম :

হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা) আসহাবে ফীলের দশ বছর পর জন্মগ্রহণ করেন। এ হিসেবে রাসূল (স) এর সাথে বয়সের ব্যবধান ছিল দশ বছর।

৪. ইসলাম গ্রহণ :

ইসলামের প্রাথমিক যুগে তিনি হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর নিকট ইসলাম গ্রহণ করেন। আর নবুয়তের পঞ্চম বছরে রাসূলুল্লাহ (স)-এর নির্দেশে হাবশায় হিজরত করেন। এ কারণেই তাঁকে صاحب الهجرتين বলা হয় ।

৫. জেহাদে অংশগ্রহণ :

তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (স)-এর সাথে ছিলেন। উহুদ যুদ্ধে তিনি তাঁর অবস্থানে অটল ছিলেন । এ যুদ্ধে তাঁর শরীরে বিশটির অধিক আঘাত লেগেছিল। ষষ্ঠ হিজরীতে দুমাতুল জানদালে প্রেরিত অভিযানে রাসূল (স) তাঁকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ করেন। কোনো এক ফজরের নামাযে রাসূল (স) তাঁর পেছনে ইকতেদা করেন।

৬. দৈহিক গঠন :

তিনি দীর্ঘকায় ছিলেন। গায়ের রং ছিল লাল মিশ্রিত, হাতের তালু ছিল পুরু এবং তাঁর নাক ছিল উঁচু।

৭. সরকারি দায়িত্ব পালন :

তিনি আবু বকর সিদ্দীক (রা)-এর খেলাফতকালে ফতোয়া দানকারী ৮ জন সাহাবীর অন্যতম এবং ওমর (রা)-এর বিশেষ উপদেষ্টা ছিলেন। এমনকি তিনি হযরত ওসমান (রা)-এর মজলিসে শূরার সদস্যও ছিলেন।

৮. গুণাবলি :

হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা) ছিলেন সৎ, সাহসী, পরোপকারী, কষ্টসহিষ্ণু, ধৈর্যশীল, কুশলী, মুত্তাকী ও ইসলামের পূর্ণ অনুসারী। জাহেলী যুগে যারা মদ্যপানকে হারাম মনে করতেন তিনি তাঁদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জন সাহাবীর একজন।

৯. দানশীলতা :

হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা) নবী করীম (স)-এর স্ত্রীদের ভরণপোষণের জন্য নিজের চার লাখ দিরহামের একটি বাগান ওয়াকফ করে দেন। রাসূলুল্লাহ (স)-এর জীবদ্দশায় নিজের সম্পদের অর্ধেক দান করে দেন। তাছাড়া ৪০,০০০ দীনার দান করেন। যুদ্ধের জন্য ৫০০ ঘোড়া ও ৫০০ উট দান করেন এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের ৪০০ সৈনিকের প্রত্যেককে ৪০০ দীনার করে দান করার অসিয়ত করে যান। তিনি বিরাট সম্পদশালী ব্যক্তি ছিলেন এবং ৩০,০০০ দাস দাসী মুক্ত করেন।

হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, একদা দান প্রসঙ্গে হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) ও হযরত আবদুর রহমান ইবনে আওফ (রা)-এর মাঝে কথা কাটাকাটি হলে রাসূল (স) আবদুর রহমান ইবনে আওফ সম্পর্কে বলেন- دعوا لي اصحابي فوالذي نفسي بيده لو انفقتم مثل أحد أو مثل الجبال ذهبا ما بلغتم أعمالهم . (رواه أحمد)

অর্থাৎ, আমার সাথিকে আমার নিকট ডাক। অতঃপর ঐ স্রষ্টার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি উহুদ পাহাড়ের অনুরূপ অথবা অন্য কতিপয় পাহাড়ের অনুরূপ স্বর্ণ ব্যয় কর, তবুও তাঁদের (আবদুর রহমান ইবনে আওফের) কাজের সমতায় পৌঁছবে না।

১০. হাদীস বর্ণনা :

হযরত আবদুর রহমান স্বয়ং রাসূল (স) ও ওমর (রা) থেকে হাদীস বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত হাদীস সংখ্যা ৬৫টি। স্বীয় পুত্রসহ অনেক সাহাবী ও তাবেয়ী তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।

১১. ইন্তেকাল :

এ প্রখ্যাত সাহাবী ৩১ অথবা ৩২ হিজরীতে ৭২ অথবা ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত ওসমান (রা) তাঁর জানাযা পড়ান । জান্নাতুল বাকীতে তাঁকে সমাহিত করা হয়।

আরো পড়ুন :

হযরত আব্বাস রাঃ এর জীবনী

হযরত মায়মুনা রাঃ এর জীবনী

হযরত ওমর রাঃ এর জীবনী

হযরত হামজা রাঃ এর জীবনী

হযরত আয়েশা রাঃ এর জীবনী

আবু হুরায়রা রাঃ এর জীবনী

হযরত আবু বকর রা: এর জীবনী

হযরত ওসমান রাঃ এর জীবনী

হযরত আলী রাঃ এর জীবনী 

হযরত মুয়াবিয়া রাঃ এর জীবনী

হযরত আনাস রাঃ এর জীবনী

মুয়াজ ইবনে জাবাল রাঃ এর জীবনী

হযরত আবু যর গিফারী রাঃ এর জীবনী

হযরত খালেদ ইবনে ওয়ালিদ (রা) এর জীবনী

হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আতীক রাঃ এর জীবনী

হযরত জোবায়ের ইবনে মুতয়িম রাঃ এর জীবনী

হযরত যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাঃ এর জীবনী

আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ এর জীবনী

হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এর জীবনী

হযরত আবু মুসা আশয়ারী রাঃ এর জীবনী

হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ এর জীবনী

আবদুল্লাহ ইবনে ওমর এর জীবনী

আবু লুবাবা রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে হানযালা রাঃ এর জীবনী

হযরত হাকেম ইবনে হাযম রাঃ এর জীবনী

হযরত উম্মে সালমা রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে আবু আওফা রাঃ এর জীবনী

হযরত সামুরা ইবনে জুনদুব রাঃ এর জীবনী

হযরত ওকবা ইবনে হারেস রাঃ এর জীবনী

হযরত রাফে ইবনে খাদীজ (রা) এর জীবনী

সাদ ইবনে আবি ওয়াক্কাস রাঃ এর জীবনী

হযরত বারা ইবনে আযেব রাঃ এর জীবনী

হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাঃ এর জীবনী

হযরত সাহল ইবনে সাদ রাঃ এর জীবনী

হযরত নাফে রাঃ এর জীবনী

হযরত বেলাল রাঃ এর জীবনী

ট্যাগ সমূহ : আবদুর রহমান ইবনে আওফ, আবদুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ,আব্দুর রহমান বিন আউফ,আবদুর রহমান ইবনে আউফ, abdur rahman ibn awf, abdur rahman ibn awf net worth, abdur-rahman ibn awf quotes, abdur rahman ibn awf net worth in dollars, abdur ibn awf business strategy, hazrat abdur rahman ibn awf, abdur-rahman ibn awf, abdur-rahman ibn awf story,আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী,আবদুর রহমান ইবনে আউফ,আবদুর রহমান ইবনে আউফ রাঃ,আউফ রাঃ এর জীবনী,আবদুর রহমান ইবনে আউফ রাঃ এর জীবনী,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *